• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় প্রেস ক্লাবের সামনে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০৯:৪৬ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। নারায়ণগঞ্জের বরফা এলাকার হান্নান নামে এক আওয়ামী লীগ নেতা তাদের জমি ও বাড়ি দখল করে নেয়ার অভিযোগ করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন খান ও তার মেয়ে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন খান জানান, আওয়ামী লীগ নেতার অত্যাচারের জন্য আগেও তিনি এরকম কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তিনি শিরিন খানের নামে মামলাও করেছেন। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না।

শিরিন খান বলেন, ‍‍`আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন তা আমি জানি না। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলছে আমাদের আর বাড়ি না যেতে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে।‍‍`

ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার জানান, জমিজমা সংক্রান্ত ঘটনায় এই নারী তার সন্তানসহ প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনও দুর্ঘটনা ঘটার আগেই আমরা তাদের বাধা দেই।

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ