প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ০৬:৩৬ পিএম
ঢাকা জেলার সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী রোববার (৩০ অক্টোবর) নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলার সম্মেলন হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, `ঢাকা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ জেলা হলো ঢাকা ও টাঙ্গাইল। সম্মেলনের মাধ্যমে এ দুই জেলার নতুন নেতা নির্বাচিত হবে।`
তিনি বলেন, দুইভাবেই নেতা নির্বাচন হতে পারে। কাউন্সিলরদের সমঝোতার ভিত্তিতে অথবা তাদের সরাসরি ভোটের মাধ্যমে। কাউন্সিলররা যেটা মনে করবেন সেভাবে সিদ্ধান্ত হবে।
জানতে চাইলে ঢাকা জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, `আগামী রোববার নবাবগঞ্জের কলাকোপায় তার বাড়ির সামনের মাঠে এ সম্মেলন হবে।`
বাড়ির সামনে কেন জানতে চাইলে তিনি বলেন, `প্রশাসনের পক্ষ থেকে কোথাও ভেন্যুর অনুমতি না পাওয়ায় নিজস্ব আঙিনায় করতে হচ্ছে।`
জানা গেছে, গত জুনে ঢাকা জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সে সময় সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু রাজনৈতিক বৈরী আবহাওয়ার কারণে গত তিন মাসেও সেই সম্মেলন করতে পারেনি ঢাকা জেলা বিএনপি। এ কারণে নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে সম্মেলনের সিদ্ধান্ত নেয়ায় তারা আবার চাঙা হয়েছেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, সঙ্গত কারণেই ঢাকা মহানগরের পরে ঢাকা জেলা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য এ জেলার কমিটিতে পদ-পদবি পেতে অনেকেই আগ্রহী হয়ে থাকেন।
দলীয় সূত্র জানায়, বর্তমান সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন ও খন্দকার আবু আশফাকের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। সরাসরি ভোট হলে আরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিলেকশন হলে এ দুজনের মধ্যে একজন সভাপতি হওয়ার সম্ভাবনা আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে ঢাকা জেলা বিএনপির সর্বশেষ আংশিক ৫৬ জনের কমিটি হয়। পরে ২০১৮ সালে ২৬৬ জনের পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটির সভাপতির দায়িত্ব পান ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। যিনি এখনও ওই পদে আছেন। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে আছেন খন্দকার আবু আশফাক।
এবারের সম্মেলনে মোট ১০টি ইউনিটে এক হাজার ১০ জন কাউন্সিলর তাদের মতামত তুলে ধরবেন। মূলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পদগুলো সিলেকশনে হবে বলে জানা গেছে।
এসএএস