• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৫:৩৬ পিএম

ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. সোহান শিকদারকে (২৪) নামে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় তার কাছ থেকে একটি ট্রাকস্যুট (পুলিশ লেখা), একটি মোটরসাইকেল, একটি সোল্ডার লাইট, একটি টর্স লাইট ও একটি মোবাইলফেন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সোহান দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ব্যবহার করে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

শুক্রবার (২৮ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‍‍`র‍্যাবের কাছে বেশ কিছুদিন ধরে তথ্য আসতে থাকে একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত অবস্থায় চাঁদাবাজি করার সময় সোহান শিকদারকে গ্রেফতার করে।

 

এসএএস

আর্কাইভ