• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাত ১২টার পর লোডশেডিং হতে পারে ঢাকায়

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৪:০৪ পিএম

রাত ১২টার পর লোডশেডিং হতে পারে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, ডিপিডিসির অধীন ঢাকা শহর ও আশপাশের এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে। 

ডিপিডিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এ তথ্য জানা গেছে।

ডিপিডিসি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের সিস্টেম অপারেশন (এনএলডিসি) বিভাগ থেকে বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং-এর পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি থেকে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে।

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ