• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করলো বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ১১:২৬ পিএম

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। গত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটি বুধবার (২৬ অক্টোবর) প্রকাশ করা হয়। গ্যালাপের রিপোর্ট অনুযায়ী, সূচকে তালিকার প্রথমেই রয়েছে সিঙ্গাপুর এবং শেষে অবস্থান করছে আফগানিস্তান।

সংবাদমাধ্যমের খবর বলছে, ২০২১ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বুধবার জরিপ প্রতিষ্ঠানটি বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করে। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে ৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দ্বিতীয়তে তাজিকিস্তান (৯৫), তৃতীয়তে নরওয়ে (৯৩), চতুর্থতে সুইজারল্যান্ড (৯২) ও পঞ্চমে রয়েছে ইন্দোনেশিয়া (৯২)। সূচক তালিকায় সর্বশেষ অবস্থান করছে আফগানিস্তান। দেশটির স্কোর ৫১।

গ্যালাপের রিপোর্ট অনুযায়ী, যে দেশের স্কোর বেশি, সেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত বেশি ভালো মনে করা হয়।

এদিকে সূচকে বাংলাদেশের স্কোর ৭৯। এর আগে ২০২১ সালে বাংলাদেশের এই স্কোর ছিল ৭৭। এ থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে এখন ভালো অবস্থানে।

তবে এর আগে ২০২০ সালে বাংলাদেশের এই স্কোর ছিল ৮১। সেই হিসেবে ২০২১ সালের সূচকে দেশ কিছুটা কম স্কোর পেলেও এখন তা অনেকটা কাটিয়ে উঠেছে।

এআরআই

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ