• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অভিযান শেষে ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ১০:৫০ পিএম

অভিযান শেষে ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিযান শেষে ডা. জাহাঙ্গীর কবিরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তার অর্গানিক খাদ্যের গোডাউনে অভিযান চালিয়ে আল্টিমেট অর্গানিক লাইফকে অবৈধ ভাবে প্যাকেট জাত করার অভিযোগে এই জরিমানা করা হয়। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে এই অভিযান এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযান শুরুতে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে।’

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

এর আগে চিকিৎসক ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ