• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোটি টাকার ইয়াবাসহ গডফাদার ক্ষ্যাত মাদক কারবারি আটক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৭:০৫ এএম

কোটি টাকার ইয়াবাসহ গডফাদার ক্ষ্যাত মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকা মূল্যের ৩৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের গডফাদার খ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর)। ওই ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ডিএনসি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাকে আটক হওয়ার খবরটি নিশ্চিত করেন ডিএনসির সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, ‍‍`কক্সবাজারের উখিয়ায় মৎস প্রকল্পের আড়ালে ইয়াবার কারবার করতেন ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।‍‍` 

এ বিষয়ে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মো. মেহেদী হাসান।

 

এসএএস

আর্কাইভ