• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রাজধানীর অলি-গলিতে এখনো পানি, পড়ে আছে গাছও

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৬:৩৭ পিএম

রাজধানীর অলি-গলিতে এখনো পানি, পড়ে আছে গাছও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত হয়েছিল রাজধানী ঢাকায়। এ কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছিল রাজধানীজুড়ে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে রাজধানীতে বৃষ্টি নেই, আকাশ ও পরিষ্কার। তবে এখনো রাজধানীর অলি-গলিতে পানি জমে থাকতে দেখা গেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

সোমবার দিনভর বৃষ্টি হয়েছে, একই অবস্থা ছিল রাতেও। ফলে সৃষ্টি হয় এই জলাবদ্ধতার। ঝড়ের প্রভাবে কোথাও কোথাও উপড়ে যায় গাছও। মঙ্গলবার সকালে থেকে চেষ্টা চলছে ভেঙে যাওয়া গাছ সরানোর। বেলা বাড়তে থাকলেও আগের বৃষ্টির পানি সরেনি অনেক সড়ক থেকেই।

রাজধানীর গ্রিন রোডে পানি নেমে গেলেও পশ্চিম তেজতুরী বাজারে এখনো প্রায় কোমরসমান পানি। ধানমন্ডি ২৭, পূর্ব তেজতুরী বাজার, মহাখালী উড়ালসড়কের নিচে, কাকলী সিগন্যাল থেকে বনানী উড়ালসড়ক পর্যন্ত, শান্তিনগর ও পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তায় পানি রয়েছে। তবে গতকালের তুলনায় কিছুটা কম।

ফলে শিক্ষার্থী, অফিসগামী এবং কর্মজীবী মানুষরা গন্তব্যে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। গলিতে পানি জমে থাকায় মূল সড়কে আসতে তাদের রিকশায় ভর করতে হচ্ছে। আর এ সুযোগে রিকশাচালকরা বেশি ভাড়া হাঁকচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়াও রাজধানীর শান্তিনগর, বসুন্ধরা সিটির সামনে, শাহবাগে বেশ কিছু বড় গাছ পড়ে থাকতে দেখা গেছে।

ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।

এআরআই/এএল

আর্কাইভ