• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
সিত্রাংয়ের প্রভাবে জলাবদ্ধতা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার না করার অনুরোধ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৬:২০ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে রাজধানীসহ সারা দেশে। এর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে। ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে খিলক্ষেত হয়ে গাজীপুরমুখী যান চলাচল। আর তাই জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ট্রাফিক পুলিশ।

ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে গতকাল সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’

তিনি বলেন, ‘সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে। তবে ইনকামিং সড়ক (গাজীপুর থেকে বিমানবন্দরগামী সড়ক) আউটগোয়িং সড়কের তুলনায় ভালো। আমরা জরুরি প্রয়োজন ছাড়া গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে জনসাধারণকে অনুরোধ করছি। যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ইতোমধ্যে ডিএমপির মাধ্যমে প্রচারের জন্য ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।’

অন্যদিকে রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রবিউল ইসলাম বলেন, ‘ঝড়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়েছে। যার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছিল। আমরা ইতোমধ্যে অন্তত ৩০টি স্থান স্বাভাবিক করতে পেরেছি। বেশকিছু স্থানে এখনো সমস্যা রয়েছে। তবে যান চলাচল বিঘ্নিত হবার মতো নয়।’

তিনি বলেন, ‘ইসিবি চত্বর, গুলশান-২ থেকে নতুন বাজার রুটে বড় গাছ পড়েছিল। সব অপসারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে দুটি স্থানে এখনো যান চলাচল বিঘ্নিত রয়েছে। উত্তরা থেকে কুড়িল ফ্লাইওভার দিয়ে নামার সড়কে পানি জমেছে। এসব জায়গায় সিটি কর্পোরেশন কাজ করছে।’

 

এআরআই/এএল

আর্কাইভ