প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৮:১৯ এএম
বাংলাদেশ আঘাতের পর স্থলভাগ দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। এটি মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল নাগাদ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কিশোরগঞ্জ এলাকায় পৌঁছে স্থল নিম্নচাপে পরিণত হবে। এরপর ক্রমশ শক্তি হারাবে ঝড়টি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কামরুল হাসান রাত দেড়টার দিকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সিত্রাংয়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপকূলে আঘাত করে। প্রায় আড়াই ঘণ্টা পর ভোলার পাশ দিয়ে রাত ৯টার দিকে উপকূলে প্রবেশ করে ঝড়ের কেন্দ্র।
আবহাওয়াবিদ কামরুল হাসান জানান, ঘূর্ণিঝড়ের পুরো অংশ রাত ১২টার মধ্যে উপকূল অতিক্রম করেছে।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত দ্রুতগতির ঝড়। এ রকমটি সাধারণত দেখা যায় না। খুব দ্রুতগতিতে এটি উপকূলের দিকে ধেয়ে আসে। রাত ৯টার দিকে ঝড়ের কেন্দ্র ভোলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। কেন্দ্রটি স্থলভাগে উঠে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি (ঝড়ের পুরো ব্যাস) বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে।’
ঝড়টির শক্তি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদফতরের এই কর্মকর্তা বলেন, ‘ঝড়ের কয়েকটি মাত্রা থাকে। এটি ভারি কোনো ঘূর্ণিঝড় নয়, আবার মাঝারিও নয়। একেবারে উড়িয়ে দেয়ার মতো নয়। এটিকে একটি সাধারণ ঝড় বলা যায়। সাগরে গভীর নিম্নচাপ থেকে এটি স্থলভাগে ঘূর্ণিঝড় আকারে আঘাত করেছে।’
কামরুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ কক্সবাজারে রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। তবে এটা ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবার সকালের বুলেটিনে প্রকৃত তথ্যটি দেয়া যাবে।’
এআরআই/এএল