প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৪:৪৭ এএম
ভোলার কাছে রাত ৯টায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মূল অংশ। বর্তমানে তা ভোলার কাছ থেকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে। হঠাৎ গতি বেড়ে যাওয়ায় সাইক্লোন আকারে ৬২ থেকে ৮৮ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সোমবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক সানাউল হক মন্ডল।
এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ উপকূলে পৌঁছায়। পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে সিত্রাং বাংলাদেশে আঘাত হানছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, এটি বর্তমানে বরিশাল ও পায়রা সমুদ্র বন্দরের ১৫০ মাইলের মধ্যে। সময় যত যাচ্ছে অর্জন করছে শক্তি। মধ্যরাত কিংবা ভোররাত নাগাদ ঘূর্ণিঝড়টির মূলভাগ বাংলাদেশ অতিক্রম করবে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে তিন বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
একই সঙ্গে ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও বন্ধ থাকবে।
এআরআই