• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
ঘূর্ণিঝড় সিত্রাং

দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৩:১৪ এএম

দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাং ইতোমধ্যেই হানা দিয়েছে বাংলাদেশে। এতে বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল জেলায় বিদ্যুৎ থাকলেও ভোলা ও বরগুনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকার কারণে এসব জেলার বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের টাওয়ার বন্ধ হয়ে গেছে। নেই ইন্টারনেট সংযোগও। একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগীদের অস্ত্রোপচার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এর আগে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়, জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৬৮ হাজার ৯৯০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। সেই সঙ্গে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (শুকনা খাবার, সুপেয় পানি), মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া উদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় যানবাহন-সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম রাখা হয়েছে। পাশাপাশি জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এআরআই

আর্কাইভ