• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০৩:০২ এএম

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শক্তিশালী বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে বাংলাদেশে আঘাত হানছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (২৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে হবে। দুর্গত মানুষের নিরাপদ আশ্রয় দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হলো।

আদেশে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠাগারের বই, দলিল, বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাবরেটরির সরঞ্জাম ও অন্যান্য উপকরণ নিরাপদে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, এটি বর্তমানে বরিশাল ও পায়রা সমুদ্র বন্দরের ১৫০ মাইলের মধ্যে। মধ্যরাত কিংবা ভোররাত নাগাদ ঘূর্ণিঝড়টির মূলভাগ বাংলাদেশ অতিক্রম করবে।

এআরআই

আর্কাইভ