• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ভবিষ্যতে সকল নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে : ইসি হাবিব

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২, ০২:৫৮ এএম

ভবিষ্যতে সকল নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে : ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভবিষ্যতে সকল নির্বাচনে (ক্লোজ সার্কিট) সিসি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেন, ‘ভবিষ্যতে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও উপ-নির্বাচনসহ সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবো। আমরা চাপের মধ্যে কখনো ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সব কর্মকাণ্ড পরিচালনা করছি।’

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভোটের মাঠে সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের জন্য মিত্র হিসেবে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনেও ব্যবহার করবো।’

এআরআই

আর্কাইভ