• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
এক মিনিটের সাক্ষাৎকার

সিটি নিউজ ঢাকাকে যা বললেন নতুন ডিএমপি কমিশনার

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০৯:০০ পিএম

সিটি নিউজ ঢাকাকে যা বললেন নতুন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেষ হলো সকল জল্পনা কল্পনা। অবশেষে ঢাকা মহানগরের মানুষ পেলো তার কাঙ্খিত পুলিশ কমিশনারকে। একটু আগেই জারি হয়েছে সরকারি প্রজ্ঞাপন। সেই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডি এমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হলো অতিরিক্তি আইজিপি খন্দকার গোলাম ফারুককে। তিনি নতুন কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পেলেন।  ঢাকার মানুষ কমিশনার হিসেবে পেলেন একজন পেশাদার চৌকষ, দক্ষ, মর্যাদাপূর্ণ ও ব্যক্তিত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাকে। খন্দকার গোলাম ফারুক চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তিনি যেখানেই চাকরি করেছেন সেখানেই অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে লড়েছেন।

ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রজ্ঞাপন জারির পরপরই কথা বলে সিটি নিউজ ঢাকা। মুঠোফোনে এক মিনিটের সাক্ষাৎকারে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিবো। নগরবাসী যাতে পুলিশি সেবা সঠিকভাবে পেতে পারে সে চেষ্টা থাকবে আমার।’ এ ব্যাপারে তিনি নগরবাসীর সহায়তা কামনা করেন।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত আছেন।

পুলিশের ১২ তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে। এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নিত পান। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরপ দুইবার ‍‍`বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)‍‍` এবং একবার ‍‍`রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)‍‍` পেয়েছেন।

এদিকে একইদিন (বৃহস্পতিবার) মোহা. শফিকুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, গতবছরের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনমূলে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) মোহা. শফিকুল ইসলামের অনুকূলে স্থগিতকৃত অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) ৩০-১০-২২ হতে ২৯-১০-২৩ পর্যন্ত মঞ্জুর করা হলো।

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। গতবছরের ২১ অক্টোবর শফিকুলকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করে একইমাসের ২৮ তারিখ একবছরের জন্য তাকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শফিকুল ইসলামকে গতবছরের ১৮ অক্টোবর গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।

এমএইচ/এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ