• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৫:৪৫ এএম

বিমানে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নফাঁসের অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)।

 লালবাগ গোয়েন্দা  বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে গ্রেফতারকৃত পাঁচজনের পরিচয় জানা যায়নি। শনিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে, পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‍‍`অনিবার্য কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে শুক্রবার অনুষ্ঠিতব্য ১০ পদের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।‍‍`

 

এসএএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ