• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০৪:৪৬ পিএম

কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। ওই আসামির নাম শফিক (৫২)। মাদক মামলায় তিনি সেখানে বন্দী ছিলেন। নিহত মো. কাউসার ওরফে শফিক (৫২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক বাচ্চু আরও জানান, শফিক মাদক মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর-৪৭৮৮৬। বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

 

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ