• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক সৌর জোটের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ১০:৩০ পিএম

আন্তর্জাতিক সৌর জোটের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

সিটি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সম্মেলনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতের রাজধানীতে এই সমাবেশ শুরু হয়। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং সংগঠনের সভাপতি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ৫ম আইএসএ সমাবেশে নয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ১১০ সদস্য এবং স্বাক্ষরকারী দেশের আন্তর্জাতিক সৌর জোটের ফ্রান্স সহ-সভাপতি এবং ভারত পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে।

সরকারি সূত্র জানায়, ২০টি দেশের মন্ত্রী এবং ১১০টি সদস্য এবং স্বাক্ষরকারী দেশ এবং ১৮টি সম্ভাব্য সদস্য দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।

উদ্বোধনী বক্তব্যে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিং বলেন, আইএসএ একটি আন্তর্জাতিক রিসোর্স হাব হিসেবে গঠন করা হয়েছে। যেখানে অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা রয়েছে। যা সদস্য দেশগুলো সহজেই গ্রহণ করতে পারবে।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ