• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ১০:২৬ পিএম

গাইবান্ধায় ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি

রেশন ভাতা বৃদ্ধি, পুনরায় রেশন চালু করা ও বেতন ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি শাহাদত হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আইয়ুব আলী প্রধান, সার্জেন্ট শাহজাহান, মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট আবুল কালাম বক্তব্য রাখেন।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে, রেশন ভাতা বৃদ্ধি অথবা পুনরায় রেশন চালু, বেতন ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, প্রতি জেলায় সশস্ত্র বাহিনী বোর্ড স্থাপন করা, প্রতি জেলায় চিকিৎসা কেন্দ্র (সিডব্লিউসি) স্থাপন, অসুস্থ সৈনিকদের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে প্রতি জেলায় সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু, মৃত সৈনিকদের সামরিক মর্যাদায় গার্ড অব অর্নার চালু, মৃত সৈনিকদের পারিবারিক পেনশন ৩ মাসের মধ্যে পদের অসহায় পরিবারকে দেয়া, সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক বছরে দুইবার অবসরপ্রাপ্তদের নিয়ে আলোচনা সভা।
 

এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ