• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়পুরহাটে আনসার ও ভিডিপি ক্লাব সমিতিতে বৃক্ষরোপণ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৭:৫১ পিএম

জয়পুরহাটে আনসার ও ভিডিপি ক্লাব সমিতিতে বৃক্ষরোপণ

জয়পুরহাট প্রতিনিধি

দুর্যোগ মোকাবেলায় জয়পুরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাঁচটি উপজেলা ও তিনটি আনসার ও ভিডিপি ক্লাবে বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কার্যক্রম শুরু করা হয়। দুর্যোগ মোকাবেলায় সারা দেশে এ বৃক্ষরোপণ অভিযানে পরিচালনা করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৫৫টি চারাগাছ, প্রতিটি উপজেলায় ১০টি করে ও ৩টি আনসার ও ভিডিপি ক্লাব সমিতিতে ১০টি করে মোট ১৩৫টি চারাগাছ রোপণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সার্কেল অ্যাডজুট্যান্ট বাবুল আকতার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা তহমিনা বেগমসহ কর্মচারীবৃন্দ ও ব্যাটালিয়ন আনসার সদস্যগণ।

এএল/

আর্কাইভ