• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রেল শ্রমিকদের আন্দোলনের কোনো ভিত্তি নেই: রেলের ডিজি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৩:০৩ এএম

রেল শ্রমিকদের আন্দোলনের কোনো ভিত্তি নেই: রেলের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার বলেছেন, রেল শ্রমিকদের আন্দোলনের কোনো ভিত্তি নেই, তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। কাজেই স্থায়ী করার প্রশ্নই আসে না, শ্রমিকদের সঙ্গে তাদের কোনো বৈঠকও হবে না। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, শ্রমিকদের সঙ্গে আমাদের কোনো বৈঠক হবে না। কাজ নেই, তাই শ্রমিকদের প্রয়োজন নেই। তবে আবার কাজ এলে তখন আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেব।

এদিকে অস্থায়ী শ্রমিকদের সঙ্গে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। তাদের রেলভবনে যাওয়ার অনুমতিও মেলেনি।

চাকরি স্থায়ী করার দাবিতে টানা তিন দিন ধরে চলছে রেলওয়ের অস্থায়ী সাত হাজার শ্রমিকের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে আসা রেল শ্রমিকরা কমলাপুর স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

তারা নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন-ভাতা দেয়ার দাবি জানান। নেতারা বলেন, জনবল সংকটে রেলে বিভিন্ন সময়ে প্রায় ৭ হাজার লোকবল নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে তারা চাকরি করে আসছিলেন। চলতি বছর জুনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় জানায়, আগামী বছর জানুয়ারি থেকে আর চাকরিতে বহাল থাকবে না কেউ।

এমন ঘোষণা দিয়ে অস্থায়ী শ্রমিকদের বেতন-ভাতাও বন্ধ করে দেয়া হয়। বলা হয়, নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হবে জনবল। রেলের এ সিদ্ধান্তের প্রতিবাদে চাকরি স্থায়ীকরণ ও বেতন-ভাতাসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন অস্থায়ী রেলকর্মীরা।

বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী কর্মরত শ্রমিকদের পদগুলো হচ্ছে- মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, গেট কিপার, লোকোখালাসী, ওয়েম্যান, ক্যারেজ খালাসী, সিগন্যালিং ইলেকট্রিক্যাল, ট্রান্সপোর্টেশন, পোর্টার, পয়েন্টসম্যান ইত্যাদি।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ