• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৩:২৯ এএম

রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্টপতি বলেন, ‘পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’  

এ সময় নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ