• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রুনাই সুলতানের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১০:৩৩ পিএম

ব্রুনাই সুলতানের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা-বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সনদের স্বীকৃতি-সংক্রান্ত সমঝোতা স্মারক।

এর আগে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুূলতান।

একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন হাসানাল বলকিয়া।

সুলতানের সফরকালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল, বাংলাদেশী জনশক্তি নিয়োগ এবং দুদেশের নাবিকদের সনদ দেয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

জেডআই/

আর্কাইভ