• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফরেন সার্ভিস একাডেমি পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৯:০৬ পিএম

ফরেন সার্ভিস একাডেমি পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

টুইট বার্তায় বলা হয়েছে, নেপালের রাষ্ট্রদূত ফরেন সার্ভিস একাডেমি পরিদর্শন করেছেন। এসময় তিনি একাডেমির রেক্টর আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও নেপালের ডিপ্লোম্যাটিক ট্রেইনিং ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করেন।

দেড় মাস আগে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হয়ে আসেন ঘনশ্যাম ভান্ডারি। ঢাকায় নিজ দেশের হয়ে দূতের দায়িত্ব পালন শুরু করতে গত ৩০ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঘনশ্যাম।


এএস

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ