• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে ২ যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৫:১৯ পিএম

রাজধানীতে ২ যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আহত দুই ব্যক্তি হলেন- মো. মানিক মিয়া (২৮) ও নয়ন মিয়া (৩০)।

আহত মানিকের চাচা দুলাল জানান, রাতে কয়েকজন ব্যক্তি মানিক ও তার বন্ধুকে কুপিয়েছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়েছে।

তিনি আরও জানান, মানিকের অবস্থা গুরুতর, তাকে অক্সিজেন দেয়া হয়েছে। তারা বলছে, স্থানীয় জুম্মন, শাহীন, ফয়সাল, সোহেল, কাজল, আলামিন ও সাদ্দামসহ ৮ থেকে ১০ জন তাদেরকে কুপিয়ে জখম করেছে। আমরা থানায় মামলা করতে যাচ্ছি।

এ বিষয়ে আদাবর থানার পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএস/এএল

আর্কাইভ