• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৪:০২ পিএম

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামপুরের জুরাইনে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।

দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।

দগ্ধ জুম্মন জানান, তারা তিতাসের শ্রমিক। রাতে জুরাইন শিশু কবরস্থানের পিছনের একটি গলিতে রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলেন। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলেন। এমন সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৫ জনই কমবেশি দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি দেয়া হয়েছে। বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।’

এএস/এএল

 

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ