• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৬:২৮ পিএম

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় পাথরবোঝাই লাইটার জাহাজের সঙ্গে অন্য জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাথরবোঝাই সুলতান সানজা নামক জাহাজটি উল্টে যায়। তাতে, তাৎক্ষনিকভাবে লাফিয়ে পড়ে তিনজন প্রাণে বাঁচলেও বাকি ৬ জন ঢেউয়ে তোরে দূরে চলে যান।

ঘটনার পর চালানো উদ্ধার অভিযানে শুক্রবার ভোরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নাজমুল হাসান। তার বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দাতিয়াদাহ গ্রামে।

এএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ