প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৭:৫৯ এএম
জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হবে আগামী ৩০ অক্টোবর। বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেছেন।
৩০ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে ৪টায় এ অধিবেশন শুরু হবে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির। অন্য মন্ত্রীর জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিল পাস হয় তিনটি।
প্রসঙ্গত, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।
এএস