প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৯:৪০ পিএম
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে আগামী ৩০ অক্টোবর। ওইদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১২ অক্টোবর) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার প্রদত্ত ক্ষমতাবলে আগামী রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২০তম (চলতি বছরের ৫ ম) অধিবেশন আহ্বান করেছেন।
জানা গেছে, বিগত অধিবেশনগুলোর মতো এবারের অধিবেশন সংক্ষিপ্ত আকারে হবে। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সংসদের ১৯তম অধিবেশন শেষ হয় গত ১ সেপ্টেম্বর।
জেডআই/এএল