• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আদি বুড়িগঙ্গা এলাকাকে নান্দনিক রূপ দেয়া হবে: তাপস

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৯:১১ পিএম

আদি বুড়িগঙ্গা এলাকাকে নান্দনিক রূপ দেয়া হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে আগেই শুরু হয়েছে আদি বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারে কাজ। এখন চলছে সীমানা নির্ধারণের কাজ। এরমধ্য দিয়ে আদি বুড়িগঙ্গা এলাকাকে নান্দনিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের কালুনগর সুইস খাল এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘আদি বুড়িগঙ্গা এলাকাকে একটি নান্দনিক রূপ দেয়া হবে, যাতে রাজধানীবাসী নদীর তীরে আনন্দ উপভোগ করতে পারে। এ ছাড়া ঢাকার চারপাশের ৪টি খালে পুনরুদ্ধারে প্রকল্প অনুমোদন করেছে একনেক।’ এ সময় ঢাকার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশেই সি.এস দাগ ধরে সীমানা নির্ধারণ করা হবে।’

ডেঙ্গু নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘জলবায়ু প্রভাবের কারণে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ এখনও রয়েছে তবে নিয়ন্ত্রণে। জরিপ তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কাজ শুরু হবে, ক্রাশ প্রোগাম রোজ চলছে।

জেডআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ