• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৭

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৫:১৬ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৪ পিস ইয়াবা, ৮ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ১৯০ বোতল ফেনসিডিল ও ৬২টি ইনজেকশন জব্দ করা হয়।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।
 

জেইউ/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ