• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১০:৩৬ এএম

পঞ্চগড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বজ্রপাতে প্রদীপ চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে বোদা উপজেলায় ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া শেষে হালকা বৃষ্টির মাঝে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে মাছ ধরতে যায় প্রদীপ। একসময় তার উপর প্রচন্ড জোরে বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`এ ঘটনায় থানায় জিডি মূলে মামলা দায়ের করা হয়েছে।‍‍`

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ