• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে উপকূল

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৪:৫১ এএম

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হতে পারে উপকূল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্টোবর মাসের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

চলতি মাসে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে যা ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা ভারত-বাংলাদেশের উপকূলের যে কোনো একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে।

রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘অক্টোবরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি কখন সৃষ্টি হবে, এটি শক্তিশালী হবে কি-না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।’

চলতি মাসের দ্বিতীয়ার্ধে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। তার আগে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আরও বলেন, ‘এখনও দেশে মৌসুমি বায়ু আছে। আমরা বলেছি এ মাসের দ্বিতীয়ার্ধে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। যখন মৌসুমি বায়ু থাকে, তখন কিছু মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়, সেগুলো শেষ পর্যন্ত নিম্নচাপেও পরিণত হতে পারে। তবে মৌসুমি বায়ু বিদায় নিলে তারপর লঘুচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

জেডআই/

আর্কাইভ