• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এক সপ্তাহে ৩২২ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৪:৫৭ এএম

এক সপ্তাহে ৩২২ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সারা দেশে ৩২২ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ২৪৪ জন। 
গত ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ অক্টোবর) দুর্ঘটনারোধে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে দুর্ঘটনারোধে বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, দুর্ঘটনা রোধে দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, শুধু শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৩টি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করতে হবে। ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে সেজন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করতে হবে। চালকের লাইসেন্স আছে কি না সেটা তদারকি করতে শ্রমিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

দুর্ঘটনারোধে বেশ কিছু পরামর্শ দিয়েছে সেভ দ্য রোড। সেগুলো হলো-

১. বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করা।

২. ফিটনেসবিহীন যান যেন সড়কে না নামতে পারে এ জন্য বাস ডিপোগুলো পরিদর্শন করা।

৩. চালকের লাইসেন্স আছে কি না, তা তদারকি করা।

৪. বেপরোয়া গতিরোধে স্পিডগান, সড়কে সিসিটিভি, মোটরসাইকেল লেন ও পুলিশবুথ স্থাপন করা।

৫. বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়া।

এর আগে, রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ১৬৯ জন মোটরসাইকেলে, ৬২ জন নারী, ৭৭ জন শিশু, পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। এছাড়া নৌ দুর্ঘটনায় ৭৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

জেডআই/

আর্কাইভ