• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফ্লাইওভারে বাস উল্টে আহত ৫

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৯:০৩ পিএম

ফ্লাইওভারে বাস উল্টে আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কুড়িল ফ্লাইওভারের ঢালে শেওড়া এলাকায় যাত্রীবাহী ভিআইপি-২৭ পরিবহনের একটি বাস উল্টে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানির কুড়িল ফ্লাইওভারের শেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা  স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনশি সাব্বির আহমেদ জানান, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দুটি বাসের চালক শেওড়া রেলগেট এলাকায় আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকেন। এর মধ্যে বেপরোয়া গতির কারণে একটি বাসের ধাক্কায় কুড়িল ফ্লাইওভারের ঢালে শেওড়া এলাকায় অপর বাসটি উল্টে যায়। এতে পাঁচযাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

এএস/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ