• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সত্যতা মেলেনি ইডেনে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের: তদন্ত কমিটি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৫:৫১ পিএম

সত্যতা মেলেনি ইডেনে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পায়নি তদন্ত কমিটি৷ সংবাদ বিজ্ঞাপ্তিতে এমনটাই দাবি করছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷ এ ছাড়া সিট বাণিজ্য নিয়ে সংঘর্ষের ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে ইডেন কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীকালে আরও বেশকিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ও বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু শিক্ষার্থীর বক্তব্য প্রকাশিত হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার ও অধ্যাপক মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি এ প্রতিবেদন দাখিল করে।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ছত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। সিট বাণিজ্যের বিষয়ে তাদের কাছ থেকে কোনো মতামত আসেনি।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলে মতামত জানার চেষ্টা করেছেন। আমাদের কলেজে ছাত্রীর তুলনায় সিটসংখ্যা অনেক কম। এক-দুজন যে সিট বাণিজ্যের ভুক্তভোগী না, সেটা আমরা দৃঢ়ভাবে বলতে পারছি না। এটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা ব্যবস্থা নিবো।

সিট বাণিজ্যের প্রসঙ্গে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, যারা (ছাত্রলীগের একাংশ) সিট বাণিজ্যের অভিযোগ করছে, তাদের রুমেই সিটের চেয়ে বেশি মেয়ে থাকছে। সবকিছু খতিয়ে দেখতে হবে আমাদের। এ জন্য আমরা অধিকতর তদন্ত করবো।

এএস/এএল

আর্কাইভ