প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০২:২৭ এএম
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। নোটিশে তার নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক পরিচালক আকতার হোসেন আজাদ সই করা নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের বিশ্বাস জন্মেছে যে, আপনি (মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার)/ আপনার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।
নোটিশে আরও বলা হয়, এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এআরআই