• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হাসপাতাল ছাড়ছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৯:৫৩ এএম

হাসপাতাল ছাড়ছেন কৌতুকশিল্পী আবু হেনা রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ‘মিরাক্কেল’ খ্যাত কৌতুকশিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা।

বুধবার (৫ অক্টোবর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আবু হেনা রনির শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার শরীরে আগামী শনিবার (৮ অক্টোবার) অথবা রোববার (৯ অক্টোবার) ড্রেসিং করা হবে। ড্রেসিংয়ের পরই তাকে ছাড়পত্র দিতে পারব বলে আশা করছি। তবে বোর্ডের চিকিৎসকরা যদি মনে করেন তাহলে তাকে আরও কয়েকটা দিন হাসপাতালে রাখা হতে পারে।

ডা. আইউব বলেন, তার মুখমণ্ডল, কানের ক্ষত শুকিয়ে গেছে। সেখানকার ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। শুধু হাতের কিছু অংশে সামান্য ক্ষত থাকায় সেখানে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। পরবর্তী ড্রেসিংয়ে বুঝতে পারব সেখানকার সর্বশেষ কী অবস্থা। তবে আমরা আশা করছি তাকে দ্রুতই ছাড়পত্র দিতে পারব।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন দেশবরেণ্য কৌতুক শিল্পী আবু হেনা রনিসহ পুলিশের ৪ সদস্য। রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানকে ওই দিনই ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এএস

আর্কাইভ