প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ১১:২৯ পিএম
বিশ্ব শিক্ষক দিবস আজ (৫ অক্টোবর)। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার পরিবর্তনের শুরু’। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই।
শিক্ষাক্ষেত্রে যে কোনো পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়, আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে।
শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।
জেইউ