• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকার যেসব এলাকায় ফিরেছে বিদ্যুৎ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৩:৩৭ এএম

ঢাকার যেসব এলাকায় ফিরেছে বিদ্যুৎ

আদালত প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে দিনভর বিভ্রাটের পর ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এখন পর্যন্ত রাজধানীর মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টু রোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জসহ বেশকিছু এলাকায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ঢাকার মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর, বনশ্রী, ধানমন্ডি (আংশিক), আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মিন্টু রোড, মতিঝিল, শ্যামপুর, পাগলা, পোস্তগোলা, সিদ্ধিরগঞ্জসহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাতের মধ্যেই সারা দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

এর আগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা।  
এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি। বিপর্যয়ের কারণে জানতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

জেডআই/

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ