• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অন্ধকার রাজধানীতে ফিরতে শুরু করেছে বিদ্যুৎ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৩:২৬ এএম

অন্ধকার রাজধানীতে ফিরতে শুরু করেছে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিনভর বিদ্যুত বিভ্রাটের পর রাজধানীতে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যুৎ বিভাগ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক ঘণ্টা। আর অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ আর জরুরি স্থাপনায়।

এর আগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা। এতে বিদ্যুৎহীন হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় শিল্প-কারখানার চাকা। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন হাসপাতালের রোগীরা।

অবস্থা সামাল দিতে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে পাওয়ার গ্রিড কোম্পানি, লোড ডেসপ্যাচ সেন্টারসহ সংশ্লিষ্ট বিভাগগুলো। তবে ঠিক কী কারণে এ বিপর্যয় তার কারণ জানা যায়নি।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ইস্টার্ন গ্রিড ফেল করার পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এদিকে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। মঙ্গলবার (৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বিশেষ ঘোষণায় এ অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০১৪ সালের পয়লা নভেম্বর পুরো দেশ অন্ধকারে ঢেকে যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে। যা স্বাভাবিক হতে সময় লাগে ১২ ঘণ্টার বেশি।

জেডআই/

আর্কাইভ