• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় আসছেন ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়াহ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১১:১৯ এএম

ঢাকায় আসছেন ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়াহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৪ অক্টোবর তিনি ঢাকায় অবতরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ১৫ অক্টোবর তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সূত্র জানায়, মাথাপিছু আয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ ব্রুনাই সুলতানের আসন্ন সফরে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, অ্যাকোয়াকালচার, প্রাণী ও মৎস্য, স্বাস্থ্য, কানেকটিভিটি, শিপিং, শিক্ষা, যুব, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতাসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। বৈঠকে আসিয়ান জোটের ডায়ালগ অংশীদার হতে বাংলাদেশের পক্ষ থেকে দেশটির কাছে সহযোগিতা চাওয়া হবে। সেই সঙ্গে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্রুনাইয়ের সহযোগিতা চাইবে ঢাকা। বৈঠকে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের দেওয়া উসকানির বিষয়গুলোও তুলে ধরা হবে।

হাসানাল বলকিয়াহ ২০২০ সালে বাংলাদেশে আসার কর্মসূচি থাকলেও করোনা মহামারিতে তাঁর সফর স্থগিত হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। 

ব্রুনেইয়ের সুলতানের সাভারে জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। সুলতান বলকিয়াহ আগামী ১৬ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ