• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মেয়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন তোয়াব খান

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০২:৫৯ এএম

মেয়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন তোয়াব খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে তার মেয়ে এশা খানের কবরে তাকে দাফন করা হয়।

এর আগে সকালে তেজগাঁওয়ে তার সর্বশেষ কর্মস্থল দৈনিক বাংলা ও নিউজবাংলা কার্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রথিতযশা  সাংবাদিকের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এরপর মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। সেখান থেকে মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে। এ সময় স্ত্রী, মেয়ে, ছোট ভাই, ভাগ্নে, ফুপাতো ভাইসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী বুধবার (৫ অক্টোবর) বাদ আসর তোয়াব খানের বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এএস

আর্কাইভ