• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৮:৪৮ পিএম

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব-উন-নবীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপির সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউছ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার হাফিজ মাহমুদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শেখ শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-উত্তরা পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল হককে সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং ক্রাইম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. মনির হোসেনকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পূর্ব বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার মিরপুর বিভাগের পেট্রোল-পল্লবী হিসেবে বদলি করা হয়েছে।

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ