• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিমানে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ১১:৫২ এএম

অভিমানে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কদমতলীতে মো. আদর (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, সামান্য বিষয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে পলাশপুর চার নং লেনের একটি বাসায় ওই কিশোর গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদরের বাবা মো. মাহবুব আলম বলেন, ‍‍`সামান্য বিষয় নিয়ে আমার সঙ্গে সে অভিমান করে। পরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।‍‍`

আদরের মা আরও বলেন, ‍‍`সামান্য বিষয় নিয়ে সে এত বড় ঘটনা ঘটাবে, তা বুঝতে পারিনি।‍‍`

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।

 

এসএএস

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ