• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

র‌্যাব প্রধানের দায়িত্ব নিলেন খুরশীদ হোসেন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ১২:৩০ এএম

র‌্যাব প্রধানের দায়িত্ব নিলেন খুরশীদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের পর তিনি আনুষ্ঠানিকভাবে  এলিট ফোর্সটির দায়িত্ব বুঝে নেন। খুরশীদ হোসেন নতুন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন।

গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুরশীদ হোসেনকে র‌্যাব প্রধানের দায়িত্ব দেয় সরকার।

পুলিশের এই কর্মকর্তা বিসিএস ১২তম (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। সবশেষ তিনি পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্বে ছিলেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিতি এম খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইবার পুলিশের সর্বোচ্চ পদক ‍‍‘বিপিএম‍‍’ এবং একবার ‍‍‘পিপিএম‍‍’ পেয়েছেন।

এদিকে পুলিশপ্রধানের দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে র‌্যাবপ্রধানের দায়িত্ব থেকে বিদায় নেন।

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ