প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ১২:৩৩ এএম
প্রবাসী সাংবাদিক ইলিয়াসের ভিডিও সংবাদ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) পিবিআইয়ের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৭ সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত পিবিআইয়ের সংবাদ সম্মেলন স্থগিত করা হলো।
জানা গেছে, সম্প্রতি একটি ভিডিওতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, পিবিআই প্রধান বনজ কুমার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাবুল আক্তারকে ফাঁসিয়েছেন। রিমান্ডে তাকে নির্যাতনও করা হয়েছে। মিথ্যা সাক্ষী সাজানোর অভিযোগও করেছেন ইলিয়াস।
এ ব্যাপারেই নিজের অবস্থান ব্যক্ত করতে চেয়েছিলেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
এদিকে ভিডিওটি প্রকাশের পরই বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবুল আক্তার। তবে আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।
জেডআই/