• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমরণ অনশনে যাচ্ছেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৬:৪৪ পিএম

আমরণ অনশনে যাচ্ছেন ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতরা

ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মীরা। ধানমন্ডিতে পার্টি অফিসের সামনে তারা অনশনে বসবেন বলে জানা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে তারা কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১ নম্বর সহ-সভাপতি সোনালি আক্তার বলেন, ‘সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এতসব ঘটনা। অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

সোনালি আক্তার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না হয়ে একপাক্ষিক বিচার হয়েছে। এই একপাক্ষিক বিচারের প্রতিবাদে আমরা একটু পর ধানমন্ডির পার্টি অফিসে আমরণ অনশন করব।’

নিজেদের দাবির বিষয়ে ইডেন ছাত্রলীগের বহিষ্কৃত এ নেতা বলেছিলেন, ‘আমাদের সঙ্গে প্রেসিডেন্ট, সেক্রেটারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ২৫ জন পদধারী নেত্রী, কিন্তু বহিষ্কার করা হয়েছে ১২ জনকে। আমরা তাদের বহিষ্কার চাচ্ছি না। আমরা চাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার সুষ্ঠু বিচার।’

তিনি আরও বলেন, ‘জান্নাত আপুর ওপর হওয়া হামলার বিচার না করে আমাদের কেন বহিষ্কার করা হলো? আগে তাদের বিচারের আওতায় এনে আমাদের যদি কোনো দোষ থাকে, সেটির ব্যবস্থা নিতে পারতো।’

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ