• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৬:০৭ পিএম

আজ মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ (২৫ সেপ্টেম্বর) শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় শুরু হলো দেবীপক্ষ। চণ্ডিপাঠের মধ্য দিয়ে দুর্গতিনাশিনীকে আবাহন জানানো হলো। ১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আগমন ধ্বনি বেজে উঠলো।

দেবী দুর্গার সৃষ্টির বর্ণনায় ভোর থেকেই রাজধানীর মন্দিরে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়েছে। ভোর ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি মহালয়ার বিশেষ আয়োজন করে। ঢাকেশ্বরী ছাড়াও রাজধানীর স্বামীবাগ ও বনানীসহ বিভিন্ন মণ্ডপে মহা আড়ম্বর আবাহন জানানো হচ্ছে দেবীকে।

দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। আর ৬ দিন পরেই শুরু হবে দেবীর আরাধনা। সনাতন ধর্মমতে, এ দিন প্রয়াত আত্মাদের মর্ত্যে পাঠানো হয়। যে আত্মার সমাবেশই মহালয়া নামে পরিচিত।

পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে  আজ থেকে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নেরও শুরু। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ মর্ত্যলোকে পা রেখেছেন। বছর ঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাপের বাড়ি।

পুরাণমতে, অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। তখন দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা। মহালয়ার সময় ঘোর অমাবস্যা থাকে। তখন দুর্গা দেবীর মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয়। প্রতিষ্ঠা পায় শুভশক্তি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ