• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কারিগরি শিক্ষা অধিদফতরের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১০:৫৮ পিএম

কারিগরি শিক্ষা অধিদফতরের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থের প্রায় ১৯ কোটি টাকা ক্ষতিসাধন করার অপরাধে কারিগরি শিক্ষা অধিদফতরের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন, অধিদফতরের সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও সাবেক মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার জন্য এবং অপরকে লাভবান করার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছে।  অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন ৬১ টি কলেজের অধ্যক্ষকে এমপিও তালিকাভুক্ত করেন। এমনকি প্রশাসনিক অনুমোদন ছাড়াই কারিগরি শিক্ষা অধিদফতরের ইএমআইএস সেলের এমপিও ডাটাবেজের মাধ্যমে এ কাজ সম্পন্ন করেন। এতে প্রায় ১৮.৮৬ কোটি টাকা সরকারি অর্থের ক্ষতিসাধন হয়। যা দন্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

 

এআরআই

আর্কাইভ